যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সড়কের চৌধুরী ইট ভাটার সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ৪ টার সময় তাকে আটক করে পুলিশ। আটক ফরহাদ হোসেন পুটখালী গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদকে আটক করে তার কোমরে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা ব্যবসায়ি ফরহাদ হোসেন বলেন, আমার নিকট থেকে যে ইয়াবা উদ্ধার হয়েছে এটা আমার না। টাকার বিনিময়ে পৌছে দেওয়ার জন্য পুটখালী শম্ভু আমার নিকট ইয়াবা গুলো দিয়েছিল।
বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন,যশোর জেলা পুলিশ সুপার জনাব মঈনুল হক বিপিএম(বার)পিপিএম এর দিক নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-পুটখালী সড়কে এস আই রবিউল ইসলাম অভিযান চালায়। এ সময় পুটখালী থেকে বেনাপোল বাজারের দিকে বাইসাকেলে আসা এক যুবককে তল্লাশি করলে তার কোমরে একটি ব্যাগ পাওয়া যায়। পরে থানায় এনে ইয়াবাগুলি গুনে ৬ হাজার পিস ব্যাগ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে। ধৃত আসামিকে মঙ্গলবারে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।