
সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেছেন সড়ক পরিবহন আইন-২০১৮ ইতিমধ্যে চলতি মাসের ১ তারিখ থেকে কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমরা সচেতনতা মুলক প্রচারণা চালাচ্ছি এখনো বাস্তবায়নের দিকে যাইনি।চলমান পরিবহন ধর্মঘাট নিয়ে পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন এখন চলমান পরিবহন ধর্মঘাট রয়েছে, পরিবহণ ধর্মঘাটের কারনে মানুষের যাতায়াত বন্ধ আছে যার কারনে অপ্রচালিত যান বহণ যোগে মানুষ চলাফেরা করছে।তিনি আরো বলেন,কিছু কিছু ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি আমরা সেগুলো তদন্ত পূর্বক খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরো বলেন আমরা প্রত্যাষা করছি এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।বুধবার বেলা ১২.৩০ মিনিটের দিকে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সোন সৈয়দ সাদিকুর রহমানের এক এক্সুসিভ স্বাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন।
