সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মো: মোস্তাফিজুর রহমান জেলা পুলিশের নভেম্বর /১৮ মাসের মাসিক কল্যাণ সভায় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছিলেন।চলতি মাসে অথাৎ নভেম্বর মাসের ১৫ তারিখ রোজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করেছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান।সভায় অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ ইলতুৎ মিশ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম(কালিগঞ্জ সার্কেল),সিনিয়র সহকারী পুলিশ সুপার অপু সারোয়ার(তালা সার্কেল),সহকারী পুলিশ সুপার জনাব মো:হুমায়ুন কবির(হেড কোয়াটার্স),দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছীন আলী সহ জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ, ডিআইওয়ান জনাব আযম খান এবং জেলা গোয়েন্দা শাথার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী উপস্থিত ছিলেন।
সভায় প্রত্যেকটি থানার ইনচার্জ কে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান।পরে অক্টোবর/২০১৮ মাসের অপরাধ পর্যালোচনা করেন সভাপতি।অপরাধ পর্যালোচনায় দেখা যায়,সাতক্ষীরা সদর থানাায় অক্টোবর মাসে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।এর মধ্যে শুধু মাদকের মামলা ৩৫ টি,চোরাচালানী মামলা ৮টি,অপহরণ মামলা ১ টি,খুনের মামলা ৪টি,নাশকতা মামলা ৪টি ও অন্যান্য মামলা ১৭ টি দায়ের করা হয়েছে।সভায় বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা পর্যালোচনা করে দেখা যায় জেলার মধ্যে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার,রেকর্ড ব্রেক পরিমান অস্ত্র উদ্ধার,রেকর্ড ব্রেক পরিমান সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার,নাশকতা মামলার আসমি গ্রেপ্তার করে তথা আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা থানার ওসি মো:মোস্তাফিজুর রহমান কে জেলা পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান মহোদয় জেলার শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট ও নগত অর্থ তুলে দেন।এছাড়া উক্ত সভায় জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার জনাব মো: নজরুল ইসলাম কে সন্মাননা পুরুস্কার প্রদান করেন পুলিশ সুপার।আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান ও জেলার চৌকশ পুলিশের সন্মাননা কল্যাণ সভায়।এছাড়া সদর ফাড়ির সাব-ইন্সপেক্টর মনির হোসেন জেলার ২য় চৌকশ পুলিশের সন্মাননা পান ও সাতক্ষীরা থানার এএসআই আব্দুল কুদ্দুস জেলার শ্রেষ্ঠ চৌকশ পুলিশের সন্মাননা পেয়েছিলেন কল্যাণ সভায়।

খাতা কলমে তথ্য অনুসন্ধানে গিয়ে দেখা যায় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ অদ্য ১৬ ই জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ তারিখে আশাশুনি থানা থেকে সাতক্ষীরা থানায় যোগদান করেন।যোগদান করার পরপরই তিনি মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন।মাত্র ৪ মাস এসেছেন তিনি সাতক্ষীরা সদর থানার দায়িত্ব নিয়ে। জুলাই/১৮ থেকে চলতি মাস অথাৎ ২২ই নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত তার নেতৃত্বে সাতক্ষীরা থানা পুলিশ সর্বমোট ২৯৫টি মামলা দায়ের করেন।তার মধ্যে জুলাই ১৭ তারিখ থেকে আগষ্ট পর্যন্ত মাত্র ১৩ দিনে তিনি ৩৫ টি মামলা দায়ের করান তার অধিনস্থ্য সাব-ইন্সপেক্টরগণের মাধ্যমে।যার ৩৫ টি মামলার মধ্যে ১৬টি মাদকের মামলা ছিল।

তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে সাতক্ষীরা থানায় আগষ্ট/১৮ মাসে ৮৫ টি মামলা,তারমধ্যে ৩৫ টি মাদক মামলা,১টি অস্ত্র আইনে মামলা,১টি হুন্ডির টাকার মামলা,নাশকতা মামলা ৪টি ও চুরি সহ অন্যান্য অপরাধে ১৭টি মামলা দায়ের করা হয়।

আগষ্টের পরে সেপ্টেম্বর মাসে সাতক্ষীরায় থানায় ৭৪ টি মামলা দায়ের করেছেন পুলিশ।এর মধ্যে ৪৩টি মামলা মাদকের,নাশকতা মামলা ৩টি,চুরি সহ অন্যান্য মামলা ২২টি,ও অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে অক্টোবর মাসে ৬৪ টি মামলা দায়ের করেছে সাতক্ষীরা থানার পুলিশ।মামলা গুলোর মধ্যে মাদকের মামলা ২৯টি,অপহরণ মামলা ১টি,খুনের মামলা ৪টি,নাশকতার মামলা ৪টি ও চুরি সহ অন্যান্য মামলা ১৪টি দায়ের করা হয়েছে।

সর্বশেষ মাসে অথাৎ চলতি নভেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত সাতক্ষীরা থানা পুলিশ ৩৭টি মামলা দায়ের করেছে।এর মধ্যে মাদক মামলা ১৯টি, অপহরণ মামলা ১টি,চুরি-ডাকাতি-নারী নির্যাতন ১৩টি ও ধর্ষন মামলা ১ টি।এছাড়া অক্টোবর মাসে জিডি মূলে ৩২৩ গ্রাম হেরোইন জব্দ করেন সাতক্ষীরা থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম।যার সবগুলোর ক্রেডিট অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এক প্রশ্নের উত্তরে আপডেট সাতক্ষীরার প্রতিবেদক কে বলেন আমরা সদর থানার পুলিশ সাতক্ষীরা সদর উপজেলাতে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে চাই।নির্বাচন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে অবৈধ অস্ত্র বহণ ও মাদক দ্রব্যের ব্যবহার প্রতিরোধে আমরা সর্বদা তৎপর রয়েছি।তিনি বলেন নির্বাচন চলাকালীন সময়ে কেউ বৈধ কাগজ পত্র ছাড়া রাস্তায় যানবহণ নামাতে পারবেন না।মটর সাইকেলে ২জনের বেশি ৩ জন আরোহী বসতে পারবেন না।তবে চালক ও আরোহী দুই জনকেই হেলমেট পরিধান করতে হবে।তিনি আরো বলেন ২০১৩-১৪ সালের পুলিশ আর আজকের পুলিশ এক নয়।নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কোন কুচক্রি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা চালায়, তবে আমরা(পুলিশ)তাদের বিরুদ্ধেয় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করকো।

প্রাসংঙ্গত সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মো: মোস্তাফিজুর রহমান মেহেরপুর গাংনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে।তিনি ইতি পূর্বে আশাশুনি থানার অফিসার ইনচার্জ হিসাবে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জুন মাসেও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট পেয়েছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন