ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম বলেছেন যোগ্যতার ভিত্তিতে সাব-ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে,তদবীরে নয়।সূত্র জানায়,ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এঁর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট এসআই (নিঃ) পদে নিয়োগের লক্ষে অদ্য ২৮/০৪/২০১৯ খ্রিঃ হতে ৩০/০৪/২০১৯ খ্রিঃ পর্যন্ত ঢাকা রেঞ্জের ১৩ জেলা হতে আগত প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক বাছাই (১০০ মিটার দৌড়, ধীর্ঘ লম্ফ,উচ্চ লম্ফ, রোপিং/ ক্লাইম্বিং, উচ্চতা/ বুকের মাপ, শিক্ষাগত যোগ্যতাসহ সকল পত্রাদি বাছাই) পরীক্ষা মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়েছে।প্রার্থীদের  মধ্যে ২৮ এপ্রিল সকাল ৯ টা থেকে ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সিগঞ্জ ও শরীয়তপুর এ চার জেলার প্রার্থীদের বাছাই কাজ সম্পন্ন করা হয়।

পরের দিন ২৯ এপ্রিল কিশোরগঞ্জ-গোপালগঞ্জ-নরসিংন্দি ও গাজিপুর এ চারটি জেলার প্রার্থীদের কে বাছাই কাজ সম্পন্ন করা হয়।এছাড়া পরের দিন ৩০ এপ্রিল টাঙ্গাইল-ফরিদপুর-মানিকগজ্ঞ – মাদারীপপুর ও রাজবাড়ীর প্রার্থীদের কে যাচাই বাছাই সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মো:আসাদুজ্জামান,ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম সহ ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন