আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা আজ (মঙ্গলবার) বিকেলে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রমজান মাসে পণ্যের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই। প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে সমন্বিত মনিটরিং এর বিশেষ প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেকবান ব্যক্তির মত আচরণ করতে হবে। অন্য দেশে ধর্মীয় উৎসবের সময় পণ্যের মূল্য কমানো হয়। কিন্তু বাংলাদেশে বৃদ্ধি পায়। ধর্মীয় কার্যক্রম, রোজা পালনে কারো যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চাঁদাবাজির ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। এটা বন্ধ করতে হবে। কাঁচা বাজারে পণ্য ও মাছের মূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। টিসিবি যথেষ্ট পণ্য মজুদ করেছে যা রমজান মাসে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। মেয়াদ উর্ত্তীণ খেজুরসহ অন্যান্য পণ্য সামগ্রী যেন বাজারে না আসে সে ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

সভায় বাজারের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নিদের্শনা বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন