সিটিজেন জার্নালিন্ট(জিমি):
রোটারী ক্লাব অব সাতক্ষীরা এর উদ্যোগে মাল্টি ডিস্ট্রিক প্রজেক্টের আওতায় স্কুল ব্যাগ প্যাক প্রোগ্রাম-২০১৮ এ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরা জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা নিজেদের অর্থায়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারী এড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি ডা. বিশ্বনাথ ঘোষ, , রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি রেহেনা পারভীন মিনু, রোটাঃ মুন্নী, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ আখতারুজ্জামান কাজল, রোটাঃ মীর মোশারফ হোসেন মন্টু, রোটঃ মো. অলিউল্লাহ, রোটাঃ ইমদাদুল হক বাবু, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ হাসিবুর রহমান রনি, রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ শাহিদুর রহমান, রোটাঃ মাহফুজা সুলতানা, রোটাঃ এড. সেলিনা খাতুন, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট জি.এম আবুল হোসাইন, সেক্রেটারী শেখ কাইয়ুম রহমান প্রমুখ। এসময় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কোমলমতি শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, কলম, স্কেল বক্স, টিফিন বক্স, নাস্তাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রোটাঃ পিপি মাগফুর রহমান।