♣♣♣♣
নিজস্ব প্রতিনিধিঃ
ভুল তথ্য দিয়ে র‌্যাব-০৬ কে হয়রানী করার অভিযোগে নুর ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সাব ইন্সপেক্টর শামীম হাওলাদার।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর ৮ সদস্যের একটি টিম সাতক্ষীরায় এসে নুর ইসলামকে আটক করে নিয়ে যায়। নূর ইসলাম শহরের পলাশপোল গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে।

সূত্রে জানা যায়, র্যাবের তথ্য কেন্দ্রে (০১৭৮৪-৩৪৫০৩৬) নাম্বার দিয়ে ভুল তথ্য প্রদানের জন্য নুর ইসলামকে আটক করে র্্যাব -০৬.
নওসের আলীরা ছেলে আশরাফুল হক দোলন বলেন, বুধবার দিবাগত রাতে আনুমানিক ২টার সময় র্্যাব পরিচয় দিয়ে বলেন, আমাদের কাছে তথ্য আছে আপনার ঘরে ৮টি বিদেশি বন্দুক, গুলি ও ৩৫টি গ্রেনেড বোমা আছে।
দরজা খোলার পর আমার বাড়ী তল্লাশি করেন এবং কোন কিছু না পেয়ে দুঃখ প্রকাশ করেন তারা।র্্যাব সদস্যরা বলেন, তাদের কাছে কেউ ভুল তথ্য দিয়েছিল। কথোপকথনের এক পর্যায়ে তাদের কোন শত্রু আছে কিনা জানতে চায় র্্যাব এবং একটি ফোন নম্বার ও ভয়েস রেকর্ডিং শোনায়।
মোবাইল নাম্বারটি নুর ইসলাম লাল্টুর বলেও স্বীকার করেন সে। তবে নুর ইসলাম বলেন ৪দিন আগে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছে।
কে বা কারা এটা করেছে তা আমার জানা নেই।
স্থানীয়রা জানান, নুর ইসলাম পুলিশ ও র‌্যাবের সোর্স পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানী করে বলে একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া সে একজন মাদকসেবী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী করেন এলাকাবাসী।

র‌্যাব-৬ এর সাব-ইন্সপেক্টর শামীম হাওলাদার মিথ্যা তথ্যের ভিত্তিতে তল্লাশি করার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমরা অফিসারের নির্দেশে নুর ইসলামকে আটক করতে এসেছি। ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃখুলনার কন্ঠ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন