পর্নোগ্রাফি সংরক্ষণ এবং যুব সমাজের নিকট অর্থের বিনিময়ে হস্তান্তরের অপরাধে ৫ জন গ্রেফতার এবং ১১টি হার্ডডিক্স জব্দ করেছে র্যাব -৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্প।
র্যাব জানায়, আজ ১৫/০৪/২০২১ ইং তারিখ রাত ৮:৩০ হতে রাত ১০:১৫ পর্যন্ত সিপিসি-২, নাটোর ক্যাম্প,র্যাব -৫ একডালা বাজার, নাটোর সদর থানা এলাকায় কোম্পানি কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুব সমাজের নিকট হস্তান্তরের অপরাধে-
(১) সিপিইউ – ৫ টি এবং উহার সাথে সংযুক্ত অবস্থায়
(২) হার্ডডিক্স- ১১ টি জব্দ করেছে এবং এই ঘটনার সাথে যুক্ত আসামি-
(ক) মোঃ সুজন হোসেন (৩১)
(খ) মোঃ আনোয়ার হোসেন (৩৩)
(গ) মোঃ লিটন হোসেন (২৭)
(ঘ) মোহাম্মদ আরিফুল ইসলাম কাজল (২৩) এবং
(ঙ) মোঃ সুমন আলী বাবু (২৮) দের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময় এলাকার যুবকদের হস্তান্তরের কথা স্বীকার করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানান, এ ঘটনায় নাটোর সদর থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২” এ নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।