সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এঁর নিদের্শনায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ  মীর খায়রুল কবির এবং পুলিশ পরিদর্শক তদন্ত  মোঃ জেল্লাল হোসেন  নেতৃত্বে এসআই (নিঃ) হামিদুল ইসলাম, এসআই (নিঃ) কে.এম.রেজাউল করিম, এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান, এএসআই(নিঃ) রকিবুল হাসান সংগীয় ফোর্সের সহায়তায় ইং-১১/০৬/২০২১ তারিখ রাতে কলারোয়া থানাধীন ০৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়ন এর অন্তর্গত সিরাজুল শেখ (৫০), পিতা- সোহরাব শেখ, সাং- উত্তর সোনাবাড়ীয়া (গাইনপাড়া) এর মুদি দোকানের চালার নিচে টাকা দিয়া তাস বা জুয়া খেলার আসামী ১. মোঃ আবুল খায়ের (৪২), পিতা- আফসার আলী গাইন স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ২. সিরাজুল শেখ (৫০), পিতা- সোহরাব শেখ স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৩. মোঃ রফিকুল গাজী (৫০), পিতা- মাওলা বক্স গাজী স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৪. মোঃ শফিকুল গাজী (৪৫), পিতা- মাওলা বক্স গাজী স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৫. মোঃ সোহাগ হোসেন (২৪), পিতা- আঃ মাজেদ বিশ্বাস স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৬. পিন্টু রহমান (২৫), পিতা- আব্দুর রশিদ গাজী স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৭. মোঃ আশরাফুল সরদার (৩৮), পিতা- রওশন আলী সরদার স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৮. মোঃ মিন্টু গাজী (৩১), পিতা- রশিদ গাজী স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ৯. মোঃ ফারুক হোসেন (৩৩), পিতা- মিয়ারুল গাইন স্থায়ী : গ্রাম- সোনাবাড়িয়া (উত্তর গাইনপাড়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ১০. মোঃ মাসুদ রানা (২৭), পিতা- আশরাফ সরদার স্থায়ী : গ্রাম- বলিয়ানপুর, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, ১১. মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা- আজিজুল ইসলাম স্থায়ী : গ্রাম- ব্রজবাকসা, উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাদের গ্রেফতার করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে করারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন