করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হওয়া বিশেষ লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের ডেটুটি ইন্সপেক্টর জেনারেল ড.: মহিদ উদ্দিন বিপিএম-বার।

শনিবার সকালে সাতক্ষীরা পুলিশ অফিসের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সজিব খান,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:শামসুল হক, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এএনএম মোহাইমিনুল রশীদ, দেবহাটা সার্কেল সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,তালা সার্কেল সিনিযর এএসপি হুমায়ুন কবির,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, জেলা ট্রাফিক বিভাগের টিআই কামরুজ্জামান বকুল,সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাতক্ষীরা জেলার লক ডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শহরের খুলনা রোড মোড়,সুভাষনীর সীমান্ত চেক পোষ্ট পরিদর্শন করেন। পরে রেঞ্জ ডিআইজি সাংবাদিক দের সাথে লক ডাউন বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্রিফ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন