কৃত্তিম সংকট দেখিয়ে লবণের দাম বৃদ্ধি করায় ও লবণের কেজি ২০০ টাকা এমন গুজব ছড়ানোর অপরাধে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ বাঁশদহা বাজারের সব গুলো দোকানে অভিযান চালিয়েছে।গোয়েন্দা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির পরিদর্শক হারাণ চন্দ্র পাল,সেকেন্ড অফিসার হাফিজুর রহমান,সাব-ইন্সপেক্টর ফরিদ হোসেন,সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা,কুশখালী ও বৈকারী বাজারের সকল মুদি খানার দোকানে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম বাঁশদহাা বাজারের পাইকারি ও খুচরা লবণ ব্যবসায়ীদের দোকানে যান এবং তারা কতটাকা করে লবণ বিক্রি করছেন তার খোজ খবর নেন। এসময় বাজারে আসা ক্রেতাদের সাথে ডিবির ওসি মতবিনিময় করেন লবণের দ্রব্যমূল্য নিয়ে।মতবিনিময় কালে তিনি ক্রেতাদের বলেন, কোন দোকানদার লবণের দাম অতিরিক্ত মাত্রায় বেশি চাইলে সাথে সাথে আপনারা সংশ্লিষ্ট থানা পুলিশ কে অবগত করবেন সাতক্ষীরা জেলা পুলিশ আপনাদের কে প্রতারকদের হাত থেকে রক্ষা করবে।