♠♠♠♠♠
শনিবার পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের এফসিপি এবং রেলপথসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাবনা এখন এক উৎসবের নগরী। তাঁকে বরণ করতে চারিদিকে সাজসাজ রব।

শহর জুড়ে তোরণ, নানা রঙের ফেস্টুন, আলোকসজ্জায় রঙিন রাস্তাঘাট, এমনই উৎসবমুখরতা এখন পাবনায়। রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং বা এফসিপি কাজের উদ্বোধন করতে শনিবার পাবনা আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন, পাবনাবাসীর স্বপ্নের রেললাইনসহ দীর্ঘ প্রতীক্ষিত বেশ কিছু প্রকল্পও। ভাষণ দেবেন জনসভায়। উৎসবের আমেজে চলছে তারই আয়োজন।

নতুন রূপে সাজানো হচ্ছে সার্কিট হাউজ, সংস্কার হচ্ছে ভাঙাচোরা রাস্তাঘাট। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যস্ততা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বর্ধিত সভা, আনন্দ মিছিলে তারা জানান দিচ্ছেন প্রধানমন্ত্রীর আগমনবার্তা। নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

গত ৩০ নভেম্বর, প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রথম ইউনিটের উদ্বোধনে পাবনা আসেন। তবে, দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি তখন। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর জনসভা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসবে বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন