♣♣♣♣♣
কাল ৫ ই আগস্ট ২০১৮ তারিখ শহীদ শেখ কামালের ৬৯ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক। সরকারি কলেজ সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমনের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ, সরকারি পলিটেকনিক কলেজের সভাপতি শেখ মাহমুদুল হাসান সহ সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ। এসময় বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র। তিনি বাংলাদেশের স্বাধীন যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। তিনি মুক্তিকালীন সময়ে মোঃ আতাউল গণি ওসমানীর এডিমি হিসেবে কাজ করেন। তিনি ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠা ছিলেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকি’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু কতিপয় বিপথগামী সেনাকর্মকর্তার হাতে বিবাহের মাত্র ২৮ দিন পরে ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হন। বাঙালি জাতি কখনো ভুলবে না। আজীবন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন