শেখ আরিফুল ইসলাম আশা: শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরা জেলা পুলিশের আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা পুলিশের আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আতাউল হক দোলন, আমিনুল ইসলাম লাল্টু, মুজিবর রহমান ও কলারোয়া পৌর মেয়র সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৈদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পুলিশ সুপার মতবিনিময় সভায় বলেন, সকলের সহযোগিতায় সার্বজনীন দুর্গা পূজা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বছর জেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার সকল মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মত সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন,ধর্ম যার যার, উৎসব সকলের।ধর্মীয় উৎসব পালনে সাতক্ষীরা জেলা পুলিশ গুরুত্বপূর্ণ পুজামন্ডম গুলোতে বিসর্জনের আগ পর্যন্ত নিরাপর্ত্তা নিশ্চিত করবে। পুলিশ সুপার বলেন,ধর্মীয় অনুভূতি তে আঘাত হানে এমন কোন জিনিস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির উদ্যেশ্যে বলেন,আযানের সময় ও নামাজ পড়ার সময় আপনারা একটি গান-বাজনা বন্ধ রাখবেন। নামাজ শেষ হলে পুনরায় আপনারা আপনাদের অনুষ্ঠান অব্যহত রাখবেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আসন্ন দুর্গাপূজা,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রত্যেক পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, মাদক, চোরাচালান, ইভটিজিং, সম্পত্তি সংক্রান্ত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সঠিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিক-নির্দেশনা প্রদান, সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।