সিটিজেন জার্নালিস্ট(জিমি): আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আশাশুনিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলী। এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ আপডেট সাতক্ষীরা কে জানান,আশাশুনি উপজেলায় ১০৬ টি পুজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে।১০৬টি পুজামন্ডপে ১৭ জন স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশ নিয়মিত নিরাপর্ত্তা দিয়ে যাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী পুজামন্ডপের দায়িত্বে থাকা ১৭ জন স্বেচ্ছা সেবক কে লেমিলেটিং যুক্ত পরিচয় পত্র প্রদান করেন।ওসি বিপ্লব আরো জানান,শারদীয় দূর্গাপুজা উপলক্ষে কোন মহল যদি নাশকতার চেষ্টা চালায়,তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো। সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।