৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের সাথে সাতক্ষীরার পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সন্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃসাজ্জাদুর রহমান বিপিএম।এসময় ১২ জন পুরুষ ও ২ জন নারী পুলিশ কর্মকর্তাকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে পুলিশ সুপার শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের বিভিন্ন পুলিশিং কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী ও তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃহুমায়ুন কবির উপস্থিত ছিলেন।