জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (বুধবার) বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ের খেলা থেকেই বিশ্ব মানের খেলোয়াড় তৈরি হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পথে ধাবিত হচ্ছে। ২০০৯ সালে চার হাজার দুইশ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমানে ২০ হাজার মেগাওয়াটের অধিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জিত হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে যাওয়া এবং ২০৩০ সালের আগে এসডিজি অর্জন করা। তিনি আরও বলেন, পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতাসহ বিভিন্ন কর্মসূচি চালু করেছে বর্তমান সরকার। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং বাল্যবিবাহ দূর করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা এবং কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার এহসান শাহ। স্বাগত জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। এসময় খুলনা, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায়, ক্রীড়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা এবং চুয়াডাঙ্গা জেলা দল মুখোমুখি হয়।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন