সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় সততা স্টোরের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় অত্র বিদ্যালয় চত্ত্বরে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে সততা ষ্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, তিনি বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সততা ও শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সততা ছাড়া ভাল কিছু অর্জন করা সম্ভব নয়। সততা ষ্টোরের মাধ্যমে শিশুরা নৈতিকতার ও আদর্শবান হয়ে গড়ে উঠতে পারে। দূর্নীতি দমন কমিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পর্যায় ক্রমে সকল স্কুলে সততা ষ্টোর গোড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খুলনা মোঃ আবুল হোসেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জিয়াউদ্দীন আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, শিক্ষার্থী ওমর তাছনিম ও বৈশাখী সুলতানা উপস্থিত ছিলেন দূর্নিতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব ওয়ার্ছি, প্রাক্তন শিক্ষক শফিউদ্দিন, মরিয়াম মান্নান স্কুলের শিক্ষক ও সততা সংঘের সদস্য সচিব মাও: আনোয়ারুল হোসাইন, কানিজ ফাতিমা সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মঙ্গল কুমার পাল।