প্রতিবেশী এক চাচী কর্তূক ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিশু নির্যাতিত হওয়ার পর ওই শিশুর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ছুটে গেলেন নির্যাতিতার বাড়িতে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর শহরের পন্ডের ঘাট পাড়া এলাকার মহাসিনের মেয়ে তাসমিন ( ১২) কে তারই প্রতিবেশী এক চাচী নির্যাতন করে। নির্যাতিতা তাসমিন সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির বাসভবনে হাজির হন। জেলা প্রশাসককে তাসমীন সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনার পরপরই জেলা প্রশাসক মো আতাউল গনি সহকারী কমিশনার আরিফা সুলতানা কে নিয়ে হাজির হন পন্ডের ঘাট পাড়ার মহসিন আলীর বাড়িতে। একইসাথে ডাকা হয় তার প্রতিবেশী চাচিকেও। স্বয়ং জেলা প্রশাসকের উপস্থিতিতে ঐ বাড়িতে জড়ো হয় এলাকার সকলেই।

এ সময় জেলা প্রশাসক মো আতাউল গণি বলেন, কোন কারনেই শিশুদেরকে নির্যাতন করা যাবে না এমনকি বকাবকি করা যাবে না। একইসাথে তিনি বলেন, আবারো যদি ওকে বকাবকি কিম্বা নির্যাতন করা হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন