প্রতিবছরের ন্যায় এবৎসর শুরু হলো শিশু একাডেমির বৈশাখী প্রতিযোগিতা।

বিষয় ও নিয়মাবলী :

* নববর্ষে মাতো ছড়াগানে : প্রতিটি বিভাগীয় শহরে এককভাবে ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
* সুর তোলো লোকগানে : প্রতিটি বিভাগীয় শহরে এককভাবে লোকগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
* বাংলার বৈশাখ বাংলার নাচ : দলীয় লোকনৃত্য প্রতিযোগিতা। ৫ (পাঁচ) সদস্য নিয়ে দল গঠন করতে হবে।
* একক প্রতিযোগিতা পর্বে একজন প্রতিযোগী দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
* অংশগ্রহণের জন্য স্কুল প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রতি বিভাগ থেকে প্রতিটি বিষয়ে প্রতিটি শাখায় ১ম স্থান অধিকারী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
* জেলা/উপজেলা প্রশাসনের সাথে সমš^য় করে সংশ্লিষ্ট বিভাগীয় শহরের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রতিযোগিতাটি সম্পন্ন করবেন।
* বিভাগীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও শিশু একাডেমি প্রকাশিত বই প্রদান করা হবে।
* প্রতিযোগীরা বিভাগীয় শহরে এসে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের কোন ভাতা প্রদান করা হবে না। তবে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিয়মানুযায়ী ভাতা প্রদান করা হবে।

জাতীয় পর্যায়ে প্রতিযেগিতা : ৩ থেকে ৪ মে ২০১৯
স্থান : বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী জেলা কার্যালয়।

বিভাগ অনুযায়ী প্রতিযোগিতার তারিখ : চট্টগ্রামে ১০ এপ্রিল, ঢাকায় ১১ এপ্রিল, বরিশালে ১২ এপ্রিল, ময়মনসিংহে ১৫ এপ্রিল, রংপুরে ১৬ এপ্রিল, সিলেটে ১৭ এপ্রিল, খুলনায় ২০ এপ্রিল, রাজশাহীতে ২০ এপ্রিল।

তিনটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
“ক” শাখা ১ম শ্রেণি – ৪র্থ শ্রেণি,
“খ” শাখা ৫ম শ্রেণি – ৭ম শ্রেণি,
“গ” শাখা ৮ম শ্রেণি – ১০ম শ্রেণি

যোগাযোগ : বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ সকল জেলা ও ৬ টি উপজেলা (পরশুরাম, কুলাউড়া, শ্রীনগর, কেশবপুর, মিঠাপুকুর ও বাবুগঞ্জ)।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন