নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের শুভ উদ্বোধন করেন,শেরপুরের কৃতি সন্তান সাবেক কিংবদন্তী জেলা প্রশাসক সাতক্ষীরা, সাবেক কিংবদন্তী বিভাগীয় কমিশনার খুলনা তথা ভিক্ষুক মুক্ত খুলনা বিভাগের রুপকার ও বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আবদুস সামাদ।
আজ ২১ শে ডিসেম্বর ২০১৭ তারিখে জেলা প্রশাসন শেরপুর আয়োজিত উক্ত উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্কুল টি জেলা প্রশাসন, শেরপুরের সার্বিক তত্বাবধানে পরিচালিত হবে বলে যানানো হয়েছে।স্কুলটিতে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা লেখা পড়া করার সুযোগ পাবেন। অভিজ্ঞ শিক্ষক দিয়ে বাচ্চা দের মান সম্মত শিক্ষা দেওয়া হবে স্কুলটিতে।উক্ত অনুষ্ঠানের মধ্যমনি ও প্রধান অতিথি আবদুস সামাদ বলেন,আমি এই জেলাতে জন্ম গ্রহন করেছি।এটি আমার মাতৃভূমি।আমি স্কুলটি’র উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত হয়েছি।তিনি আরো বলেন,স্কুলের পড়া ক্লাসেই বসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদর ও স্নেহ দিয়ে আদায় করে নিতে হবে।কোন কোচিং সেন্টারে বাচ্চা দের যেতে দেওয়া যাবেনা স্কুল টাইমে।সেজন্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালনা করতে হবে।
শেরপুরের শিক্ষানুরাগী জেলা প্রশাসক জনাব ডা.মল্লিক আনোয়ার হোসেন বলেন,স্কুলটিতে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে।গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা শিক্ষা বৃত্তি হিসাবে ৩০% পর্যন্ত পাবেন।তার কারনে, গরীব ছাত্র-ছাত্রীর অবিভাবক গন অনেক উপকৃত হবেন বলে তিনি আসা ব্যক্ত করেন।