বীরমুক্তিযোদ্ধা মোঃ খয়বার গাজী; জীবনের এই শেষ প্রহরে এসে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দিয়েই পরিবারের খরচ চালান তিনি। সামনে ঈদ আর তাই এই মাসের ভাতাটা যেনো আরো জরুরি তার কাছে। যথারীতি তিনি সম্মানী ভাতা উত্তোলন করে ঘরের পথে পা বাড়ালেন কিন্তু পথিমধ্যে কিছু কুলাঙ্গার দ্বারা আক্রান্ত হন খয়বার গাজী। ছিনতাই হয়ে যায় তার সম্মানী ভাতা। কোনো উপায়ন্তর না দেখে শেষমেষ বৃদ্ধ হাজির হন পাইকগাছা থানায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অফিসার ইনচার্জ এর কক্ষে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। দেশের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধার সাথে এমন জঘন্য আচরন মোটেই বরদাশত করা হবেনা।পরে খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম এর দিক নির্দেশনা মোতাবেক অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অপরাধী চক্রকে আটক করতে মাঠে নামে পাইকগাছা থানা পুলিশ।
অভিযানেন মাত্র ১ ঘন্টার ব্যবধানে উদ্ধার হয় বীর মুক্তিযোদ্ধার ছিনতাই হওয়া (সম্মানী ভাতার) ১৮,০০০/- টাকা।

পরবর্তীতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জসহ অন্যান্যদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা খয়বার আলীকে তার ছিনতাই হওয়া টাকা ফেরত দেয়া হয় এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাইকগাছা থানা পুলিশের পক্ষ থেকে ১ টি নতুন পাঞ্জাবি উপহার দেয়া হয় ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন