
সাতক্ষীরার শ্যামনগরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী শান্তির জন্য ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে প্রশাসনের সাথে শ্যামনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোস্তফা কামাল।
সরকারি কলেজের প্রভাষক আব্দুল্যাহ আল ফারুকের পরিচালনায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি (উপ-সচিব) শাহ্ আবদুল সাদী, নীলডুমুর ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাহ মো. আজাদ আলী,কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি জামিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসিম কুমার মৃধা, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস প্রমুখ।
