♠♠♠
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন গতকাল উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকাল ১১টায় শ্যামনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিস, উপজেলা প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, থানা, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সদর ইউনিয়ন ভূমি অফিস, সদর ইউনিয়ন পরিষদ, সদর ইউনিয়ন ই-তথ্য সেবা কেন্দ্র, সদর ইউনিয়ন দরিদ্র বিমোচন ফাউন্ডেশনরে ঋণ প্রকল্প, শ্যামনগর সদর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় চলমান কয়েকটি প্রকল্প পরিদর্শন।
মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প- একটি বাড়ী একটি খামার প্রকল্পের অধীনে চলমান কয়েকটি কার্যক্রম, উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এর ফাঁকে দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাভুক্ত অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-৩) এর ফিল্ড প্রপোজাল টাইপ ট্রেনিংয়ের অধীনে শ্যামনগর বাজারে রাস্তার দুই পাশের ব্যবসায়ীদের মাঝে বর্জ সংরক্ষণের প্লাস্টিক বাস্কেট প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার সহ প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তাগন। বিভিন্ন দপ্তর পরিদর্শন কালে জেলা প্রশাসক সকল দপ্তরের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে গতিশীল করার তাগিদ দেন। সাথে সাথে সরকারের গৃহীত সকল কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নে আন্তরিক হওয়ার নির্দেশ দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারজনাব মো: কামরুজজামান, জনাব সুজন সরকার, সহকারী কমিশনার (ভূমি), জনাব এসএমএ সোহেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, শ্যামনগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন