শ্রদ্ধা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 654 দর্শন

যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। এই অমোঘ সত্যের কাছে হার মেনে অফিসার ও ফোর্সদের কাঁদিয়ে চলে গেলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

গতকাল  ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে দীর্ঘ প্রায় ১ বছর ৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার  মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকীর নিকট তিনি দায়িত্ব হস্তান্তর করেন।এ সময় তাঁরা পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।


পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর সকল পর্যায়ের সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে কাজী মনিরুজ্জামান পিপিএম বাংলাদেশ পুলিশের চিরায়ত ঐতিহ্য ও রীতি অনুযায়ী দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন ফুল দিয়ে সাজানো সুসজ্জিত গাড়িতে ওঠেন।

তারপর জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ ফুল দিয়ে সাজানো গাড়িটিকে রশি টেনে পুলিশ লাইন্সের প্রধান ফটক পর্যন্ত নিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।

এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, অতিরিক্ত (পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আতিকুর রহমান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেধা আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দেওয়াটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমে, তালা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, তালা থানার ওসি মমিনুল ইসলাম, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, বিশেষ টাকা পরিদর্শক  ইয়াসিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার ওসি শাহীন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন