আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ৩ আক্রমণকারীকে আটক করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার বিকালে।
ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, মাষ্টার পলাশের নেতৃত্বে ১০/১২ টি মটর সাইকেল যোগে সন্ত্রাসী স্টাইলে দৃবৃত্তরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বালিয়াপুর গ্রামের রেজাউল করিমের খোজে যায়। বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে পেয়ে আঘাত করলে সে রাস্তার পাশে ঘেরের মধ্যে পড়ে যায়। এরপর তারা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোস্তাহিদুলের বাড়িতে গিয়ে আক্রমণ চালায়। এসময় মোস্তাহিদ বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর তারা শ্রীউলা ইউনিয়ন পরিষদে গিয়ে হামলা চালায় এবং চেয়ারম্যানকে উদ্দেশ্য করে শোয়ারের বাচ্চা কই বলে হুংকার দিতে থাকে। এক পর্যায়ে পরিষদে থাকা চেয়ারম্যানকে লক্ষ্য করে চায়নিজ কুড়াল দিয়ে আক্রমণ করলে বুড়াখারাটি গ্রামের গফুর গাজীর পুত্র শফিকুল ইসলামের গায় লাগলে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন জানতে পেরে চেয়ারম্যানকে রক্ষায় এগিয়ে গেলে আক্রমণকারী পালিয়ে গেলেও মাষ্টার পলাশ, জাহাঙ্গীর ও অন্য একজন পাশের দোকানে গিয়ে দরজা আটকে লুকিয়ে থাকে। এলাকাবাসী তাদেরকে আটকে রাখে এবং পুলিশে খবর দিয়ে এসআই স্বরজিত কুমার ঘটনাস্থানে পৌঁছে তাদেরকে উদ্ধার করেন বলে চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান। এসআই সরজিৎ কুমার জানান, ঘটনাস্থান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার কাজে ব্যস্ত আছি।
সূত্রঃ দৈনিক সাতক্ষীরা ডটকম।