নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, প্রতি বছরের মত এই বছরেও তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছি। তবে করোনা ভাইরাসের প্রভাবের কারণে প্রত্যেকটি মণ্ডপে এবার অন্যান্য বছরের মত স্থায়ী পুলিশ দেইনি।

রোববার ২৫ অক্টোবর দুপুরে নগরীর শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে দুস্তদের মাঝে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন,

তিনি জানান, প্রত্যেকটি মণ্ডপ কেন্দ্রিক আমাদের যে বিট পুলিশের বিট রয়েছে একেকটা বিটে আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে টিম করে দিয়েছি। এ টিম রাত-দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মণ্ডপে তারা ঘুরে ঘুরে যাচ্ছেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। সেইসাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

এর আগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার জায়েদুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম প্রমূখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন