মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা থেকে সকলের প্রচেষ্টায় মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারলেই আলোকিত সাতক্ষীরা গড়া সম্ভব। সেই সাথে সার্ভিস সেবা শুধু মুখে বললে হবেনা, কাজে করে দেখাতে হবে। ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভাবে সরকারি উন্নয়ন কাজের ফাইল আটকে রাখলে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। সেবিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পাবলিক সার্ভিস সেবার মানোন্নয়ন ঘটাতে হবে।’

উদ্ভাবনী প্রকল্পের ইনোভেশন উপাস্থাপন করে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল-কাফী, এল্লারচর মৎস্য খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা প্রমুখ। এসময় উডস্থিত ছিলেন এডিএম মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

সরকারি সম্পত্তি উদ্ধার করায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে পুরস্কার পেয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর। এসময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন