জাহিদ হাসান,শ্যামনগর প্রতিনিধি:
ভাষার মাসে বাংলার প্রেম অবিরত। অাজ পহেলা ফেব্রুয়ারি ভাষার মাসের প্রথম দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে অান্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে অাজ দুপুর ১২.৩০ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ কলেজের সকল শিক্ষার্থীদের জন্য বাংলা অভিধান নিয়ে উপস্থিত হন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।

এসময়ে এমপি জগলুল বলেন, ” ভাষার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান যে সকল শহীদ রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব মানবতার জননী, দেশরত্ন শেখ হাসিনা ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে অান্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। অামরাই পৃথিবীতে একমাত্র জাতি যাঁরা ভাষার জন্য রাজপথে রক্ত দিয়েছে। তাই নতুন প্রজন্মকে বাংলা ভাষার শব্দকোষ জানতে বাংলা অভিধান (বাংলা ডিক্সোনারী) বিতরণ করার ব্যবস্থা করেছি।তিনি আরও বলেন,আমাদের নবী হযরত মুহাম্মাদ (সঃ)বলেছেন,শিক্ষার কোন শেষ নাই।দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহন করতে হবে।শিক্ষা গ্রহনের জন্য আমাদের নবীজি প্রয়োজনে চীন দেশ পর্যন্ত যেতে বলেছেন।যেটা হাদিসে উল্লেখ করা আছে।তাই আমি চাই আমাদের স্কুল কলেজের কোমল-মতি ছাত্র-ছাত্রীরা শুদ্ধ বাংলা শিখবে।কারন,বাংলা আমাদের মাতৃভাষা।বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে।উন্নয়নের রোল মোডেল শেখ হাসিনার বাংলাদেশ।তাই শুদ্ধ বাংলা শেখার লক্ষে ও বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ও ভাষা শহীদ দের প্রতি বিনম্ব্র শ্রদ্ধা জানাতে এমপি জগলুল হায়দার মুন্সিগজ্ঞ কলেজের ছাত্র-ছাত্রীদের হাতে বাংলা ডিকশোনারী উপহার স্বরুপ তুলে দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন