
স্টাফ রিপোর্টার : সদরের পুষ্পোকাটি এলাকায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে। সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই হালিমের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পুষ্পোকাটি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ পুষ্পোকাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে মেহেদী এবং দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের দাউদ আলীর ছেলে শিমুল হোসেন কে আটক করে পুলিশ। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
