মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বৈকারী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বলদঘাটা গ্রামে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান এমপি রবি। তিনি আরো বলেন, অহেতুক বিদ্যুৎ চালু রাখবেন না। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, নিজ হাতে সুইচ বন্ধ করুন। আমি যখন ঘর থেকে বের হই, আমি নিজ হাতে সুইচ বন্ধ করি। কাজেই আমি সবাইকে এটি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ জানাব। বর্তমান সরকার সারাদেশে বিদ্যুতের অপচয়রোধে প্রিপেইড মিটার অন্তর্ভুক্ত করছে। বিদ্যুৎ একটি দেশ ও জনগণের সম্পদ। কাজেই আমি সবাইকে এটি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ জানাব। জননেত্রী শেখ হাসিনা সরকার চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরীর লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালাতে চাই। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সুরক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি রবি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে দেশকে বর্তমান উন্নয়নের পথে নিয়ে আসা সম্ভব হতো না।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিক্যাল ডিজিএম গোবিন্দ আগরওয়াল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কওছার আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে ৩. ২৪০ কিলোমিটার লাইন নির্মাণ করে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে বাণিজ্যিক ০১টি, ০২টি সেচ, ০২টি দাতব্য ও ১শ’ ৮২ টি (আবাসিক) পরিবারের মাঝে এ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন