সাতক্ষীরা সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসের মাসিক কর্মী সমন্বয় সভা ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার মোঃ নকিবুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব রওশন আরা জামান (১৮ বিসিএস,প:প:)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার এমওএমসিএইচ-এফপি ডাঃ মোঃআমিনুর রহমান।
নতুন বৎসরের প্রথম মাসিক সভায় সবাই কে শুভেচ্ছা জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান সভা আরম্ব করেন।এরপর মাঠ কর্মীদের কার্যক্রম পর্যালোচনা করে আলিপুরের SACMO মিসেস রুবিনা পারভীন,আলিপুরের FPI আব্দুল ওহাব ও আলিপুরের FWA এঁর সন্তোষ জনক কার্যক্রমে ধন্যবাদ জ্ঞাপন করেন উপপরিচালক রওশন আরা জামান। মাসিক সভা শেষে ডিডি ফ্যামিলি প্লানিং ও অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিববর্ষ কি? মুজিববর্ষে কি কি কার্যক্রম সম্পন্ন করা হবে তা নিয়ে বিশাদ আলোচনা করেন মাঠকর্মীদের সাথে।তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ২০২০ থেকে কাউনডাউন শুরু হবে। তাই ১০ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের ভিতরে সকল স্টাফদের সাতক্ষীরা শহরের রাজ্জাকপার্কে আসতে হবে। সেখান থেকে বর্ণাঢ্য র্যালি করে আমরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মিলিত হবো।প্রধান অতিথি বলেন পুরো বাংলাদেশ ব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৬৪ টি জেলায় একযোগে প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার।আমরা সেই মহৎ উগ্যোগের বাস্তবায়নে সহযোগিতা করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।তিনি বলেন জাতির পিতার জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল একটি দেশ।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে সকলেই একযোগে কাজ করবো।
সভায় এসময় সদর উপজেলার পরিবার পরিকল্পনা সহকারী সমিউল ইসলাম,টিএফপিএ মাছুম বিল্লাহ,টিএফপিএ সাবিনা ইয়াসমিন সহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার, ডাঃ মোজাম্মেল হোসেন,ডাঃ রুবি হাসান,ডাঃ রুমা সাহা,পৌর পরিদর্শক সহ সদর উপজেলার ১৪ জন এফপিআই ও সকল পরিবার কল্যাণ সহকারী বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।