সিটিজেন জার্নালিষ্ট,সাতক্ষীরা:পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়তে গ্রিন বেল্ট কর্মসূচির আওতায় ১৬ লাখ বৃক্ষরোপণ করা হবে খুলনা মহানগরীতে।

এ উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা মহানগরীর কেডিএ ঘোষ রোডস্থ সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খুলনাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। খুলনায় বসবাসকারী প্রত্যেককে তিনটি করে বৃক্ষরোপণের আহ্বান জানান জেলা প্রশাসক।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সরকারি আবাসিক এলাকার কেডিএ ঘোষ রোডের দুইপাশে জুঁই, চামেলী, কদবেল, নিম, সফেদা, শিউলীসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকরা, সরকারি কর্মকর্তা, চেম্বারের পরিচালক, সাংবাদিক ও বিভিন্ন নার্সারির প্রতিনিধিরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন