অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আবুল বাশার নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সূত্র জানায়, ফেইজবুকের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গোপীনাথপুর গ্রামে সরকারীী খালে যান অভিযান চালাতে।

ঘটনাস্থলে গিয়ে ইউএনও দেখতে পান সরকারি খালে বিনা অনুমতিতে মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছেন আবুল বাসার নামক এক প্রতারক।এসময় তৎক্ষণাৎ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলন কারী আবুল বাসার, পিতা-মৃত : আকবার আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী।মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী আপডেট সাতক্ষীরা কে বলেন ফেইজবুকে অভিযোগ পেয়ে আমরা সেখানে ছুটে যাই এবং অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধী কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি  জানান, আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।তিনি আরো জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে।  

এসময় সহকারী কমিশনার (ভুমি) অফিসের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার তারিক ইসলাম, সদর থানার সাব-ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন