সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ১নং ওয়ার্ডের ৩নং শয্যায় চিকিৎসাধীন আছেন।মঙ্গলবার দূঘটনার খবর শুনে সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ  আকরাম কে  দেখতে যান দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যার্নাজী, সাত নদীর সম্পাদক হাবিবুর রহমান,সাত নদীর ক্যামেরা পার্সোন মাফফুজ,সাত নদীর ম্যানেজার জগদীশ প্রমূখ। তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছে আপডেট সাতক্ষীরা ডটকম পরিবার ও দৈনিক সাতক্ষীরা পরিবার এবং জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন,দৈনিক সাতক্ষীরা পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জী,আপডেট সাতক্ষীরার পরিচালক জিমি,দৈনিক সাতক্ষীরা পত্রিকার মফস্বল সম্পাদক জি এম কামরুজ্জামান,সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক প্রবাহের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা সাতক্ষীরা ব্যুরো চীফ শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন