♣♣♣
যশোরের নবাগত পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম বলেছেন, নিরীহ মানুষ যাতে অহেতুক হয়রানি না হয় সেদিকে দৃষ্টি রাখা হবে। এমন কাজ করা হবে যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়। মাদকের ক্ষেত্রে যশোরের পুলিশ জিরো টলারেন্সেই থাকবে। যদি জিরো টলারেন্সের নিচে নামা যায় সেটিও করা হবে।
সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নবাগত পুলিশ সুপার বলেন, সাংবাদিক-পুলিশ একসাথে যশোরের কল্যাণে কাজ করবে। পরিচয় পর্বে তিনি নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রমুখ।
গ্রামের কাগজ সম্পাদক তার বক্তৃতায় বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অহেতুক হয়রানি পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে।

প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, অপরাধ দমনে বন্দুকযুদ্ধের নামে যেন কোনো কন্ট্রাক্ট মার্ডার না হয়।
মতবিনিময় সভায় লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু বলেন, যশোরে এক সময় ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মীরা মসজিদের মধ্যেও দোয়া মাহফিল করতে পারেনি। একটি ঘটনা এক জায়গার দেখিয়ে আসামি করা হচ্ছিল অন্য জায়গার লোকদের।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, আনছার উদ্দিন, গোলাম রব্বানী, নাইমুর রহমান প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন