সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক ৩৫টি মোবাইল ফোন উদ্ধার এবং হস্তান্তর করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ সোমবার বেলা বারোটার দিকে  পুলিশ সুপার তাঁর অফিস কক্ষের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোঃ সজীব খান,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন  প্রমুখ।

এদিকে দীর্ঘ দিন পরে হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকে আবার পুলিশ সুপারের জন্য ফুলেল শুভেচ্ছা নিয়ে যান এসপি অফিসে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানাতে।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন