সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক সাইবার অপরাধী গ্রেফতার।

সাইবার স্পেসে হয়রানির শিকার একজন নারী আকাশী (ছদ্মনাম) ভিকটিম ‘Police Cyber Support for Women’ সার্ভিসের ফেইসবুক পেজে ফেইসবুক ম্যাসেঞ্জারে হয়রানি (আপত্তিকর মেসেজ, অশ্লীল ভিডিও এবং ছবি প্রেরণ) সংক্রান্তে একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রাথমিক অনুসন্ধানপূর্বক অভিযোগের সত্যতা প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কে জানালে  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার  অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরাকে নির্দেশনা প্রদান করেন।

পরে পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  মোঃ ইকবাল হোসেনের  তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের সহযোগীতায় অভিযুক্ত ব্যক্তি আল আমিনকে কলারোয়া থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিঃদ্রঃ- সাইবার অপরাধের শিকার হলে তৎক্ষনাৎ জেলা পুলিশকে জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন