।। শহর প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেছেন, আগে মানুষ ভালভাবে পার্সপোর্ট পেত না। পদে পদে ভোগান্তির শিকার হতে হতো। শুধু তাই নয় পাসপোর্টের জন্য ঢাকা খুলনা যেতে হতো। কিন্তু আজ আমাদের নিজ এলাকায় স্বল্প খরচে পাসপোর্ট পাওয়া যাচ্ছে। সরকার জনগনের দূর্ভোগ লাঘবে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা পৌছে দিয়েছে। আমাদের সকলকে সচেতন হতে হবে। পাসপোর্ট সেবার ক্ষেত্রে কোন ভাবে দূর্নীতি কে মেনে নেওয়া যাবে না।
গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস চত্বরে পার্সপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআইডিডি মোজাম্মেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যাণার্জী। এসময় পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও পাসপোর্ট সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট