স্টাফ রিপোর্টার:  সাতক্ষীরা সিটি কলেজ মোড় এলাকায়ত জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে ও শরীরে পয়োজন পুশ করে আহত করা হয়েছে।আহত ব্যক্তির নাম হাসানুজ্জামান ডাবলু।

আহতের স্ত্রী বিপাশা বিশ্বাস মামলার বরাত দিয়ে জানান,জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বহুদিন যাবৎ মো:নজরুল ইসলাম,পিতা-মৃত মোক্তার আলী সরদার,মোছাঃসুলতানা পারুল,স্বামীঃনজরুল ইসলাম (বাড়ি রসুলপুর সিটি কলেজের সামনে) ও মোঃরবিউল ইসলাম,পিতা-আব্দুল সরদার কাহার, সাং ছয়ঘরিয়া মাধবকাটি উল্লেখিত আসামী সহ আরো অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় গত ২৬/০৫/২০১৯ তারিখ রাত ১০.৩০ মিনিটে সাতক্ষীরা শহরে বাজার কোলকাতার সামনে থেকে রসুলপুর এলাকার নজরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাসানুজ্জামান ডাবলুর মোটরসাইকেলের গতি রোধ করে তাকে পাসের একটি ঘরে নিয়ে শরীরে পয়েজন জাতীয় ইনজেকশন পুশ করে লোহার রড, হাতুড়ি ও সাবোল দিয়ে পিটিয়ে আহত করে।

পরে তাকে মৃত ভেবে শহরের মোজাহার পাম্পের সামনে ফেলে রেখে যায়। এসময় পথচারীরা অঞ্জান অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্ত্তি করে দেন।

আহতের স্ত্রী ও মামলার বাদী বিপাশা বিশ্বাস আরো জানান,সন্ত্রাসীরা এসময় তার স্বামী হাসানুজ্জামান ডাবলুর গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ১ ভোরি ওজনের ১টি হাতের ব্রেসলেট ও সোনার আংটি সহ নগত ১ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।আহতের স্ত্রী ও মামলার বাদী বিপাশা বিশ্বাস প্রতিবেদক কে বলেন,এবিষয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নং ৬৩ তাং ২৮/০৫/২০১৯ খ্রিস্টাব্দ।

আহতের স্ত্রী আরো জানান,মামলা হলেও আসামীরা এখনো কেই আটক হননি।তারা মামলা প্রত্যাহার করার জন্য বাদী ও বাদীর পরিবার কে হুমকি ধামকি দিচ্ছেন।এবিষয়ে তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদক কে বলেন মামলা রেকর্ড হয়েছে।মামলার তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন