★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
মোহাম্মদ ইফতেখার হোসেন গতকাল ৬ মার্চ ২০১৮ পূর্বাহ্নে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের একজন সদস্য হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি কুমিল্লা কালেক্টরেটে সহকারী কমিশনার, ফেনী সদরে সহকারী কমিশনার (ভূমি), ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেটে সিনিয়র সহকারী কমিশনার, গাইবান্ধা সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বরাস্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ ইফতেখার হোসেন এঁর নিজ জেলা রাজশাহী। তাঁর পিতার নাম মরহুম মোহাম্মদ এস্তার হোসেন এবং মাতার নাম সেতারা হোসেন। তিনি তেজগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, নটরডেম কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ হতে ¯স্নাতক ও ¯স্নকোত্তর ডিগ্রী লাভ করেছেন। তিনি বৃটিশ সরকারের বৃত্তি নিয়ে ২০০৮ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে উন্নয়ন অর্থনীতি বিষয়েও ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মীনি বেগম সাদিয়া নুসরাত হোসেন একজন গৃহিনী এবং তিন পুত্র সন্তান (রামিন, শাফিন ও হামিম) এর গর্বিত পিতা।
তথ্যঃ পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন