★★★★সিটিজেন জার্নালিস্ট(জিমি): সদর উপজেলার দক্ষিন পলাশপোল নিবাসি জনাব এ,বি,এম,শফিকুল ইসলাম পিনু ও মোছাঃরেহানা ইসলামের কনিষ্ঠা কন্যা শারমিন পারভীন প্রিয়াঙ্কা তার স্নাতকোত্তর পর্যায়ে গবেষণায় আসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্জন করেছেন।স্নাতকোত্তর গবেষণার বিষয় হিসেবে
তিনি কৃষিবর্জ্য বা কৃষি কাজের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করে পরিবেশবান্ধব আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় কাঠের বিকল্প বানানোর মাধ্যমে টেকসই প্রযুক্তির এক নতুন ধারনা ও উদাহরণ তৈরি করেছেন যার স্বীকৃতির অংশ হিসেবে আজ ০৪ই মার্চ,২০১৮ ওসমানী মিলনায়তন ঢাকায় পধানমন্ত্রী শেখ হাসিনার কাছ হতে এককালীন (৫৪০০০) চুয়ান্নহাজার টাকার ফেলোশিপ সম্মাননা গ্রহণ করেন।
এর আগে তিনি স্নাতক পর্যায়ে গবেষণায় পেয়ারার পাতা ব্যবহার করে মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিন এর বিকল্প হিসেবে প্রাকৃতিক প্রিজারভেটিভ বা পচনরোধক তৈরি করেন যা দেশে বিদেশে ব্যপক সাড়া ফেলে।তিনি ২০০৭ সালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ ফাইভ,২০০৯ সালে যশোহর ক্যান্টনমেন্ট কলেজ হতে জিপিএ ফাইভ অর্জন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিসিপ্লিন হতে ৩.৬০ জিপিএ নিয়ে প্রথম শ্রেনিতে প্রথম হিসেবে স্নাতক সমাপ্ত করে স্নাতকোত্তরে গবেষণার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় এনভায়রনমেন্ট কন্সাল্টেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।তিনি সাতক্ষীরা বিআরটিএর সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদের সহধর্মিণী।তিনি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন