সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: রেজাউল হক পিপিএম।বৃহম্পিতার সকালে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা পুলিশ অফিসের কনফারেন্স রুমে জেলার সকল সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন।সভায় সাতক্ষীরা জেলা জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা,করণীয় বর্জনীয় সহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক ব্যক্তব্য প্রদান করেন।
রেঞ্জ ডিআইজি সর্বসময় মানুষের পাসে থেকে পুলিশি সেবা প্রদানের বিষয়টি কে সর্বাধিক গুরুত্বের সহিত দেখার জন্য মাঠ পর্যায়ের সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।সভায় রেঞ্জ ডিআইজি যে কোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্বত রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।পাশাপাশি হিন্দু ধর্মাবলী দের জানমাল,সহায় সম্পত্তি,বাড়িঘর,ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে পুলিশি তৎপরতা বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।
এ সময় সভায় উপস্থিত পুলিশ সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং রেঞ্জ ডিআইজি তাৎক্ষণিক সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোকবুল হোসেন,কমান্ড্যান্ট (পুলিশ সুপার),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি মো:শামিনুল হক,জেলা ডিবির ওসি নিজাম উদ্দীন মোল্যা,বিশেষ শাখার ডিআইওয়ান হাফিজ,সকল থানার অফিসার ইনচার্জ গণ সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।