
সিটিজেন জার্নালিস্ট(জিমি): সাতক্ষীরায় কারিমা স্কুল ছাত্রী আসপিয়া খাতুন চাঁদনীর অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা বাটকেখালী কারিমা স্কুল চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল। তিনি বলেন সাতক্ষীরায় ইভটিজিং শিকার হয়ে আর কোন কোমলমতি শিক্ষার্থীদের অকালে প্রাণ হারাতে দেওয়া হবে না। চাঁদনীর অকাল মৃত্যু আমাদের জাগিয়ে দিয়েছে। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবে কমলমতী শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের সর্বদা নজর রাখতে হবে। কোনভাবে বখাটে যেন মেয়েদের সাথে অসদআচারন করার সুযোগ না পায়। একই সাথে জেলা প্রশাসক ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের শফত পড়ান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আবু তাহের, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, স্কুলের বিদ্যুৎসাহী সদস্য আবুল খায়ের, শিক্ষক আবু সাঈদ, আব্দুল ওহাব, সহ স্কুলের পরিচালনা পরিষদের সদস্য সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং চাঁদনীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
