সাতক্ষীরায় ১০দিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীত ও বাঁশীর কর্মশালার সমাপনী উপলক্ষে সনদ পত্র বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে বর্ণমালা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সমÍান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর ফাহা দীবা খান সাথী, ভারতের রবীন্দ্র ভারতী উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ জয়দ্বীপ চক্রবর্তী, নেপালের উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ অ¤্রন্দ্রে জাসওয়াল, ভারতের রবীন্দ্র ভারতী উচ্চাঙ্গ সংগীতের মিঃ ধ্রুব পিএইচডি বাঁশী, কণ্ঠশিল্পী মনজুরুল হক ও বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয় এবং সনদপত্র বিতরণ করা হয়। ১০দিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীত ও বাঁশীর কর্মশালায় উচ্চাঙ্গ সংগীতে ৫০ জন এবং বাঁশীতে ২৫ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন