সারাদেশের ন্যায় সাতক্ষীরায় এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩৯টি পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত পরিক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চ ১ জন পরীক্ষার্থী বসে পরীক্ষা দিয়েছেন। এবার প্রথম দিন জেলায় অনুপস্থিত ছিলেন ২৪৯ জন। এর মধ্যে এইচএসসিতে ৪৪, আলিম ১০৩ ও ভোকেশনাল ১০২ জন। সকল পরীক্ষা কেন্দ্রে পূর্বের ন্যায় বিধি নিষেধ বলবদ ছিল। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি প্রতিটি কক্ষ পরিদর্শন করে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রের পরিবেশ সুন্দর রাখতে কক্ষ পরিদর্শককে আন্তরিক হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন