সাতক্ষীরায় একদিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দ্বারা zime
০ মন্তব্য 165 দর্শন

 

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালী বের হয়। এরপর র‍্যালীটি  কালেক্টরেট ইকোপার্কে জেলা প্রশাসক মোহাম্মদ  হুমায়ুন  কবির এই বৃক্ষরোপণ  কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিভিল সার্জন মো: সবিজুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন। এছাড়া জেলার ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে।


উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশী করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে একদিনেই জেলাব্যাপী ১ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন