সাতক্ষীরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন এনজিও আয়োজনে আলোচনা সভায় আরা সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হামায়ুন কবির।
তিনি বলেন, সাতক্ষীরায় এনজিওরা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় লোকাল পর্যায়ের এনজিওরা যে সব প্রকল্প পাচ্ছেন প্রকল্প যদি সঠিক ভাবে বাস্তবায়িত হয় তা হলে জেলায় এনজিওদের ভূমিকা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি। সকলে মিলে মিশে কাজকরবো। তাহলে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা আসবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীস কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইডিয়ালের নির্বাহী প্রধান নজরুল ইসলাম, নকশী কাথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দীকি, মানবকল্যান সংস্থার নির্বাহী পরিচালক আবুল হোসেন সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও কর্মকতৃাবৃন্দ। সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে দিবস উদযাপন করেন। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস অতিথি ও এনজিও কর্মকর্তাদের নিয়ে বেলুন উড়িয়ে দিবস পালন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।