সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষা গবেষক কাজী মোহাম্মদ অলিউল্লাহ, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দিন, ফিরোজ কামাল শুভ্র, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগ নেতা এড. আজহার হোসেন, এস এম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাদাত হোসেন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু,জেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর হোসেন, আওয়ামীলীগনেতা জী এম ফাত্তাহ, মীর মশাররফ হোসেন মন্টু, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ আওয়ামীলীগ ও পেশাজীবী নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের আহবান করেছিলেন। বাংলার মানুষের মুক্তির জন্য সর্বস্তরের জনগণকে যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্তি করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক দপ্তর সম্পাদক হারুন উর রশিদ।