সাতক্ষীরা পৌরসভায় প্রতিনিয়ত দুর্যোগে আক্রান্ত মানুষের আগমন ঘটছে এবং তাদের মধ্যে ওয়াস বিষয়ে সচেতনতাসহ গরিব প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে’ ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে। এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ১২ জানুয়ারি ২০১৯ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তন পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের তথা ব্যাংকের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ছিল ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত সরকারী নীতিমালা নিয়ে আলোচনা করা। আলোচনার মধ্যে দিয়ে ওয়াস ব্যবসায়ীদেরকে ব্যবসার প্রোফাইল তৈরি, ব্যাংকে হিসাব খোলা ও ব্যবসায়ীদের প্রতিদিনের আয় ব্যয় হিসবা রাখা, ট্রেড লাইসেন্সসহ ব্যবসার অভিজ্ঞতা থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া ওয়াশ উদ্যোক্তাগণ ব্যবসা করতে গিয়ে কী প্রকার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন, আর্থিক সমস্যার সমাধান হলে ব্যবসা লাভজনক হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যবসায়ীরা বলেন ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ একান্ত প্রয়োজন। ব্যবসায়ীরা আরো বলেন সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা সফল হবে। সর্বোপরি ব্যাংক থেকে সহযোগিতা পাওয়ার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এবং আর্থিক সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে সুপারিশের ভিত্তিতে আলোচনা করেন সাতক্ষীরাস্থ জনতা ব্যাংক প্রতিনিধি মোঃ সোলায়মান হোসেন, সোনালী ব্যাংক প্রতিনিধি কাজল কুমার সরকার, সিটি ব্যাংক প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিনিধি মোঃ শহিদুল হাসানসহ অন্যান। ওয়াস উদ্যোক্তাগণের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোঃ আব্দুর রহিম, খান রবিউল ইসলাম, মোঃ আফসার উদ্দিনসহ প্রমুখ। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন ওয়াশ ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের জন্য সরকারের পলিসি পর্যায়ে কাজ করাসহ সকল ক্ষেত্রে কাজের গুণগত মান ঠিক রাখা, যথা সময়ে ঋণ ফেরত দেওয়ার মানসিকতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উত্তরণ প্রতিনিধি হাসিনা পারভীন কমিউনিটিতে ওয়াশ বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। মোঃ শরিফুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃণাল কুমার সরকার, টাউন কোঅর্ডিনেটর-এইচপি।

তথ্য: দৈনিক সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন